“⏹ সঞ্চালনের বিকাশ : বয়ঃসন্ধিক্ষন (12 বৎসর থেকে 20 বৎসর)
💡মনোবিদ এসপেনসেড (Espenschade) এই বয়সের বালক-বালিকাদের শারীরিক কার্যাবলীর উপর গবেষণা করেন। তিনি সঞ্চালন মূলক কাজে বালক-বালিকাদের মধ্যে যথেষ্ট পার্থক্যের প্রমাণ পান। যেসব কার্যে পেশিশক্তির প্রয়োজন সেইসব কার্যে বালকেরা বালিকাদের তুলনায় অনেক ভালো ফল করে। বালকেরা শারীরিক কার্যাবলির প্রতি আগ্রহ দেখায় এবং বালিকারা এসব বিষয়ে কম আগ্রহ দেখায়।
💡তিনি আরও মন্তব্য করেন — এই পার্থক্য লিঙ্গগত পার্থক্যের কারণে নয়। এর কারণ হল বালিকাদের আগ্রহ, অভিজ্ঞতা ও অনুশীলনের অভাব।
💡এই সঞ্চালন ক্ষমতার বিকাশ অন্যান্য ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। বয়ঃসন্ধিক্ষনের জনপ্রিয়তা শ্রেণিকক্ষের পারদর্শিতা অপেক্ষা যেসব কার্যে শারীরিক এবং সঞ্চালন ক্ষমতা প্রয়োজন তার উপর নির্ভর করে।
💡শারীরিক শক্তি এবং অ্যাথলেটিক্সে পারদর্শিতা ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করে।
💡দুর্বল শারীরিক ক্ষমতাসম্পন্ন বালকদের সামাজিক অভিযোজনও দুর্বল হয়। ফলে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয় এবং তারা হীনমন্যতার শিকার হয়।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “