“⏹ সঞ্চালনের বিকাশ : প্রথম বাল্যকাল ( 2 বৎসর থেকে 6 বৎসর )
💡দুই বৎসরে — বৈপরীত্য লক্ষ্য করা যায়। কী করা উচিত, কী করা উচিত নয় তা ঠিক করতে পারে না । বিকল্প থাকলে কোনটা গ্রহণ করবে তা বুঝে উঠতে পারে না। শিশুর শারীরিক ব্যাপারে অস্থিরতা দেখা দেয়।
💡তিন বৎসরে — জেদি মনোভাব দেখা যায়। হাটার সময় ভারসাম্য রক্ষা করতে হাত দুটো ছড়িয়ে রাখতে হয় না। বড়দের মতো হাত দুলিয়ে হাঁটে। হাঁটার গতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যায়। উলম্ব ও অনুভূমিক রেখা দিয়ে কাজ করতে পারে। ‘+’ বা ‘-‘ আঁকতে পারে।
💡চার বৎসরে — খুব ছোটাছুটি করে, প্রাণচাঞ্চল্যে ভরপুর, লাফাতে এবং স্কিপিং করতে পারে, আগের সঞ্চালনমূলক আচরণ পরিণত হয়।
💡পাঁচ বৎসরে — পেশি নিয়ন্ত্রণে আসে, খেলায় বড়োদের সাহায্যের প্রয়োজন হয় না। বল ধরা এবং ছোড়া ইত্যাদি পারে। বোতাম লাগানোর কাজ করতে সক্ষম হয়। ছবিতে রং লাগানোর সময় রং ছবির বাইরে যায় না। ছোটো ছোটো যন্ত্রের ব্যবহার করতে পারে।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “