“⏹ সঞ্চালনের বিকাশ : পরবর্তী বাল্যকাল ( 6 বৎসর থেকে 12 বৎসর )
কায়িক পরিশ্রমের ক্ষমতা বৃদ্ধি পায়।
দৈহিক শক্তি বৃদ্ধি পায়।
ক্লান্তি প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়।
W. F. Dearborne – এর মতে, এই বয়সে কঠোর পরিশ্রমের একটা দৈহিক চাহিদা দেখা যায়।
পেশিগুলি বিকশিত হয় সেজন্য অনুশীলন বা চর্চার প্রয়োজন হয়।
9 থেকে 11 বৎসরের বালকদের চূড়ান্ত গতিশীলতা দেখা যায়। তারা হাঁটে না, সর্বদা দৌড়ায়, সর্বদা অধিক পরিশ্রমের কাজ করে, দেহের প্রতিটি অঙ্গ এবং পেশিগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা দেখা দেয়।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “