উত্তর : শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বাঁধা হল—
1. পরিবারের বাধা : অধিকাংশ শিশুকে পরিবারের বয়স্কদের নির্দেশ মেনে চলতে হয় , তাই প্রথম থেকেই শিশুর নিজস্ব ইচ্ছা ও মত প্রকাশের সুযোগ বাধা পায় ।
2. পিতা – মাতার সুপ্ত ইচ্ছা : অনেক পিতা – মাতা ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করতে পারেনি । তাই শিশু সন্তানের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে তারা নিজের ইচ্ছাকে সন্তানের উপর চাপিয়ে দিয়ে শিশুর স্বাভাবিক বিকাশকে ব্যহত করে ।
3. নিরপেক্ষতা : শিক্ষক সর্বদা নিরপেক্ষ হবেন।