প্রশ্ন : শিক্ষার অধিকার আইন (2009) কার্যকরীকরণের বাধাগুলি লিখুন ।
উত্তর : শিক্ষার অধিকার আইন (2009) কার্যকরীকরণে যে বাধাগুলি দেখা দিতে পারে তাই হল—
(1) জনসংখ্যা বিস্ফোরণ : জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ হল দ্বিতী তা হল যেখানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 16 শতাংশ বাস করে । আমাদের দেশে অ ভারতবর্ষে প্রতিবছর প্রায় 19 মিলিয়ন লোক বৃদ্ধি পায় । শিক্ষার অধিকার কার্যকর করে তুলতে এই বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে বিদ্যালয়ের সংখ্যা , শিক্ষদে সংখ্যা এবং পুস্তকসহ অন্যান্য শিক্ষোপকরণ সরবরাহের ব্যবস্থা করার জন্য বিস্ফোরণ শিক্ষার অধিকার আইন কার্যকরী করার ক্ষেত্রে অন্যতম বাধা । অর্থের প্রয়োজন । অর্থের সংস্থান কীভাবে হবে তা একটি বড়ো প্রশ্ন । তাই জনসংখ্য বিস্ফোরণ শিক্ষার অধিকার আইন কার্যকরী করার ক্ষেত্রে অন্যতম বাধা ।
(1) স্ত্রীলোকসহ সমাজের দুর্বল অংশের শিক্ষা সম্পর্কে সচেতনতার অভাব : স্ত্রীলোক সহ সমাজের দুর্বল অংশ যেমন তপশিলিভুক্ত জাতি ও উপজাতি , আদিবাসী খ্যালঘু সম্প্রদায় যাদের শিক্ষা সম্পর্কে কোনো ধারণা নেই এবং শিক্ষার অভাব বিভিন্ন ধরনের কুসংস্কারাচ্ছন্নের শিকার হয়েছে শিক্ষায় আগ্রহের পরিবর্তে পাড়ায় । মধ্যে একটা অনীহা দেখা যায় , যা শিক্ষার অধিকার আইনকে কার্যকরীকরণে বাধা হয়ে দাঁড়ায় ।