উত্তর : শিক্ষার অধিকার আইনটি সাতটি অধ্যায়ে এবং আটত্রিশটি সেকশনে বিভক্ত। একটি সেকশনের অধীনে আবার সাবসেকশন (Sub Section) আছে । প্রতিটি সাবসেকশন বা উপঅধ্যায় আবার একাধিক Clause- এ বিভক্ত । যেমন 38 নং সেকশনে দুটি অধ্যায় আছে । দ্বিতীয় উপঅধ্যায়টি আবার আঠারোটি Clause-এ বিভক্ত ।