উত্তর :- শিক্ষার্থীদের কার্যকরী নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের কাজ হল
( i ) শিক্ষক শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করবেন যাতে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের কথা বলতে পারে ।
( ii ) শিক্ষক – শিক্ষার্থীদের মধ্যে অক্ষমতা , অপরাধপ্রবণতা , আইনভঙ্গকারী মনোভাব ইত্যাদির কারণ অনুসন্ধান করবেন ।
( iii ) শিক্ষক শিক্ষার্থীদের কাছে নিজেকে বন্ধু , দার্শনিক এবং পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে ।