শিক্ষায় সমসুযোগ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করুন

প্রশ্ন : শিক্ষায় সমসুযোগ সৃষ্টির বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করুন ।

উত্তর : কোঠারি কমিশনের সুপারিশে শিক্ষায় সমসুযোগ সৃষ্টির কথা তাই গুরুত্বের সঙ্গে । বলা হয়েছে । এই সুযোগ সৃষ্টির প্রয়োজন হয় নানা কারণে , যেমন—

(1) গণতন্ত্রকে সার্থক করার জন্য ও সামাজিক ন্যায়বিচারের জন্য জাতি , ধর্ম , লিঙ্গ , সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে শিক্ষার সমসুযোগ সৃষ্টি করা দরকার ।

(2) সম্ভাব্য প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দিয়ে সমাজের সমৃদ্ধিসাধন করা প্রয়োজন ।

(3) যাদের সুযোগ আছে এমন উন্নত শ্রেণি এবং যারা সুযোগ – বঞ্চিত বা যাদের সুযোগ কম এমন দুর্বল শ্রেণির নাগরিকদের মধ্যে শিক্ষালাভের ব্যবধান কমিয়ে আনতে হবে । খেয়াল রাখতে হবে যে , শিক্ষার সুযোগ কেবল অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে উন্নত নাগরিকদের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে । OPE

(4) শিক্ষাগত দিক থেকে বৈষম্যহীন সমাজ (Egalitarian Society) গড়ে তোলার অন্যতম শর্ত ও ভিত্তি হল প্রতিটি স্তরের মানুষের শিক্ষার সমসুযোগের ব্যবস্থা করে দেওয়া । শিক্ষার সুযোগের বৈষম্য হলেই সমাজের শ্রেণিবিভাজন ও অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ।

(5) জাতীয় সংহতি বজায় রাখতে প্রত্যেকের জন্য শিক্ষার সমসুযোগ প্রয়োজন । আজকের দিনেও আমাদের দেশে সমাজের উচ্চশ্রেণির মানুষ উঁচুমানের শিক্ষা ক্রয় করতে পারছে এবং দুর্বল শ্রেণির জনগণ ও তাদের শিশুরা নিম্নমানের শিক্ষার সুযোগ পাচ্ছে । এটি একটি উন্নত ও শিক্ষাগত দিক থেকে বৈষম্যহীন সমাজে। কখনোই কাম্য হতে পারে না ।

(6) দ্রুত সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন শিক্ষার সমসুযোগ সৃষ্টি ।

(7) উৎপাদনশীল ও দক্ষ নাগরিক তৈরি করার জন্য শিক্ষায় সমসুযোগ সৃষ্টির প্রয়োজন ।

(৪) গণতান্ত্রিক ব্যবস্থা ও ধারাকে সঠিকভাবে বজায় রাখার জন্য প্রয়োজন শিক্ষার সমসুযোগ ।

(9) শিক্ষায় সমসুযোগ লাভের ক্ষেত্রে ব্যক্তিস্বাতন্ত্র্য বজায় রাখা দরকার । ব্যক্তিবিশেষই হল গণতন্ত্রের ভিত্তি । তাই প্রত্যেক ব্যক্তি যেন তার ক্ষমতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে এবং নিজের প্রয়োজন , ইচ্ছা এবং ক্ষমতা অনুযায়ী শিক্ষালাভ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page