উত্তর : শিক্ষকের সামাজিক মর্যাদা বৃদ্ধির উপায় হল—
( i ) শিক্ষকের বেতন ও চাকুরির শর্তাবলি তাদের সামাজিক এবং পেশাগত দায়িত্বের সঙ্গে সংগতি রেখে নির্ধারণ করতে হবে ।
( ii ) শিক্ষকের পেশাগত নৈতিকতা বৃদ্ধির দিকে জোর দিতে হবে ।
( iii ) শিক্ষকদের বেতন সারা দেশে একই হয় সেদিকে লক্ষ রাখতে হবে ।