উত্তর : সামাজিক সংগতিবিধান , বৈচিত্র্যপূর্ণ জীবন এবং সংগতিপূর্ণ জীবনযাপনই হল শান্তির মূল বাতাবরণ । শান্তি বলতে মূলত বোঝায় প্রত্যেক ব্যক্তি ও সমাজের সাংস্কৃতিক ও নৈতিকতার উন্নতিকে । সহমর্মিতা , সহানুভূতি , আত্মসংযম , উৎসর্গ , জনসেবা , নৈতিকতা , ব্যক্তি সমাজের কল্যাণসায়ন প্রভৃতির উপর ভিত্তি করেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় । শান্তি বলতে শুধুমাত্র অহিংসাকেই বোঝায় না । শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তি মানুষের আন্তরিকতার প্রয়োজন । শান্তি বলতে বোঝায় আত্মার শান্তি , সমাজের শান্তি এবং সমগ্র বিশ্বের শান্তি—যেটি ব্যক্তি মানুষের আন্তরিক উদ্যোগের মাধ্যমে বেরিয়ে আসে ।