প্রশ্ন : শহরের ইতিহাস কী ?
উত্তর : শহরের উদ্ভব , বিকাশ , বিস্তার ও অবক্ষয় সম্পর্কিত তথ্যের চর্চা হল শহরের ইতিহাস । এই ইতিহাসের দিকগুলি হল—
প্রথমত , শহরের বাসিন্দা ও তাদের সমাজবিন্যাস এবং তাদের কার্যকলাপসহ শহরের আর্থ – রাজনৈতিক , সামাজিক – সাংস্কৃতিক গুরুত্বকে চিহ্নিত করা ।
দ্বিতীয়ত , ১৯২০ – র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের ইতিহাসচর্চার সূচনা হয় ; শহরের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা হলেন – স্টিফেন থার্নস্টম , এডুইন বারোজ , মাইক গুপ্ত , রীনা ওভেন ওয়ালেস , কলিন জোনস , রোনাল্ড টেলর , ক্রিস্টিন ডবিন নারায়ণী গুপ্ত , রীনা ওল্ডেনবাগ ।