উত্তর : পাঠ্যবই , ভাষা এবং ছবিসকল যেন লিঙ্গ বৈষম্যের ভারসাম্য বজায় রাখে । এর জন্য করণীয়গুলি হল—
• পাঠ্যবিষয়গুলির গল্প এবং অনুশীলনগুলি বালক এবং বালিকাদের প্রতি সমভাবে নজর রাখে এবং তাদের জীবনের অভিজ্ঞতাগুলি যেন প্রতিফলিত হয় ।
• বালক ও বালিকাদের সমভাবে যেন অনুশীলনের প্রশ্নগুলি দেওয়া হয় ।
• সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা গ্রহণে , দায়িত্ব এবং কার্যাবলির ক্ষেত্রে বালক ও বালিকাদের একইভাবে ক্ষমতায়ন করা হবে।
• পাঠপুস্তকে যেসব ছবি ব্যবহার করা হবে যেখানে বালক এবং বালিকার ছবি সংখ্যায় সমান হবে । কারো অধিক বা কম হবে না ।