উত্তর : রাজ্যসভা হল ভারতীয় সংসদের উচ্চকক্ষ । সংবিধান অনুযায়ী রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হবে । এদের মধ্যে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করেন । অবশিষ্ট সদস্যগণ বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন । যে রাজ্য থেকে ব্যক্তি রাজ্যসভায় নির্বাচিত হন তাকে সেই রাজ্যের নাগরিক হতে হবে এবং তার বয়স হবে ন্যূনতম 30 বছর । রাজ্যসভার কার্যকালের মেয়াদ 6 বছর ।