উত্তর : যোগাযোগ ব্যবস্থায় যে প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে যোগাযোগ প্রযুক্তি বলে , যেমন — বেতার , দূরদর্শন , দূরভাষ ইত্যাদি যা বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে । কম্পিউটারের আবিষ্কারের পর যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে । যার উদাহরণ হল উপগ্রহ , অপটিক্যাল ফাইবার , মাইক্রো কম্পিউটার , ভিডিয়ো রেকর্ডিং ও ভিডিয়ো ডিস্ক ইত্যাদি । এই ধরনের প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ফলে সমগ্র বিশ্বের যে – কোনো প্রান্তের জনগণের নিকট নিমেষে তথ্য পৌঁছে দেওয়া যায় ।