উত্তর : উপকারী দিক—
(1) ব্যক্তিগত পরিচিতি এবং সামাজিক দক্ষতা অর্জনে ইন্টারনেট সাহায্য করবে ।
(2) শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য বের করে নিতে পারে ।
(3) দূরদর্শনের বিভিন্ন শিক্ষামূলক আলোচনা থেকে যে – কোনো বিষয়ে অধিক তথ্য শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে ।
ক্ষতিকারক দিক—
(1) অন্যের সম্পর্কে মিথ্যা তথ্য সহজেই সকলের নিকট প্রকাশ করা যায় ইন্টারনেটে-র সাহায্যে ।
(2) সত্য – মিথ্য যাচাই না করেই তথ্য পরিবেশন করা হয় । এতে বিভ্রান্তির সৃষ্টি হয় ।
(3) অতিরিক্ত সময় ধরে ইন্টারনেট , ব্যবহার , দূরদর্শন প্রদর্শন করলে চোখ , মন-এর উপর চাপ বাড়ে ।