প্রশ্ন : যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস বলতে কী বোঝ ?
উত্তর : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ও বার্তা বিনিময়ের জন্য জল , স্থল বা আকাশপথে ব্যবহৃত যানবাহন এবং ডাকব্যবস্থা , টেলি যোগাযোগ ব্যবস্থা , ইনটারনেট প্রভৃতি ক্ষেত্রের বিবর্তন সংক্রান্ত আলোচনাকেই বলা হয় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস । এই ইতিহাসচর্চায়—
প্রথমত , অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের ওপর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার প্রভাবকে চিহ্নিত করা হয় । পরম্পরাকে বিভিন্ন
দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — জন আর্মস্ট্রং , কলিন ডিভাল , অ্যানড্রু স্কট , টমাস জেল্পের , ডেভিড ব্রানডন , উইলিয়াম আর নেস্ট , সুনীল কুমার মুনসি , নীতিন সিনহা ।