মৌলিক শব্দ ( নিজস্ব শব্দ ) ও আগন্তুক বা কৃতঋণ শব্দ

■ উৎস অনুযায়ী বাংলা শব্দের শ্রেণিবিভাগ করতে হলে প্রথমত দু – ভাগে ভাগ করতে হয়—

( ক ) মৌলিক শব্দ ( নিজস্ব শব্দ ) ও
( খ ) আগন্তুক বা কৃতঋণ শব্দ ।

■ মৌলিক শব্দ চার শ্রেণিতে বিভক্ত—
( ১ ) তৎসম ,
( ২ ) অর্ধতৎসম ,
( ৩ ) তদ্ভব ,
( ৪ ) দেশি

■ আগন্তুক বা কৃতঋণ শব্দ দু – শ্রেণিতে বিভক্ত—
( ১ ) বিদেশি ও
( ২ ) ভারতীয় ।

■ তা ছাড়া আছে নবগঠিত তথা –
( ১ ) মিশ্র ,
( ২ ) অনূদিত ও
( ৩ ) খণ্ডিত শব্দ ।

☑️ আমরা এখানে পড়ব – তৎসম , অর্ধতৎসম , তদ্ভব , দেশি , বিদেশি ইত্যাদির সংজ্ঞা ও উদাহরন।

Related posts:

তোত্তে- চানের আডভেঞ্চার - তেৎসুকো কুরোয়ানাগি

লিঙ্গ : পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ।

ভাষা শিক্ষণের নৈপুণ্যতা

আদর্শ বলা / আদর্শ কথন

স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ

যুক্তবর্ণের উচ্চারণ : উষ্ট্র , রাষ্ট্র , ট্রেন , চিত্ত , বিত্ত , মত্ত , যুক্ত , রক্ত , শক্ত, যত্ন , ...

যুক্তবর্ণের উচ্চারণ : দ্বন্দ্ব , বিদ্বান , বিদ্বেষ , বদ্ধ , উদ্ধার

অনুলিখন vs শ্রুতিলিখন

কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?

বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি

বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নোত্তর

বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি

কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?

অনুলিখন vs শ্রুতিলিখন

কীভাবে হাতের লেখা শেখানাে হবে

ভালাে হস্তাক্ষরের বৈশিষ্ট্য

হাতের লেখা অনুশীলনের উদ্দেশ্য

স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ

ভালাে কথাবার্তা শেখানাের কৌশল

আদর্শ বলা / আদর্শ কথন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page