উত্তর : মার্কসবাদ অনুযায়ী সমাজ দুটি স্বতন্ত্র শ্রেণিতে বিভক্ত—একদল যারা শ্রমের দ্বারা জীবিকা অর্জন করে , আর একদল যারা শ্রমের দ্বারা উৎপন্ন বস্তুর অধিকারী হয় । একদল বিত্তসম্পন্ন বা পুঁজিপতি , আর একদল সর্বহারা বা বিত্তহীন । এই সব সর্বহারা শ্রেণির মানুষ সর্বদা পুঁজিপতিদের দ্বারা শোষিত ও অত্যাচারিত হয়ে আসছে এবং একসময় তারা এই সম্বন্ধে সচেতন হবে এবং সেদিন তারা তাদের বিরুদ্ধে আন্দোলনে অগ্রসর হবে , যা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বাধা ।