“⏹ মানসিক বিকাশ : বয়ঃসন্ধিক্ষন বাল্যকাল
(11 /12 বৎসর থেকে 20 বৎসর)
মানসিক বিকাশ সম্পর্কীয় প্রায় সব গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বিভিন্ন মানসিক প্রক্রিয়া এই বয়সে তীক্ষ্ণ হয়। নিম্নে মানসিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হল —
1) সামান্যীকরণ এর ক্ষমতা বৃদ্ধি পায় :
বাল্যকালে প্রধানত মূর্ত বিষয় সম্পর্কিত সামান্যীকরণের ক্ষমতা দেখা যায়। বয়ঃসন্ধিক্ষণে বিমূর্ত বিষয়ের উপরেও সামান্যীকরণের ক্ষমতার বিকাশ ঘটে। এই সময়ে ধারণা সম্পর্কিত সামান্যীকরণ ক্ষমতা দেখা যায়।
2) বোধশক্তির বিকাশ :
বিভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় ক্ষমতা বৃদ্ধি পায় । যা জটিল সমস্যা সমাধানে বিশেষ প্রয়োজন । এইভাবে এই স্তরে বোধশক্তির গভীরতা বৃদ্ধি পায়।
3) বিমূর্ত বিষয়কে নিয়ে কাজ করার ক্ষমতা বৃদ্ধি :
বয়ঃসন্ধিক্ষনের কিশোর-কিশোরীরা বিমুর্ত বিষয় নিয়ে গভীর চিন্তা করতে পারে । তারা বিমুর্ত প্রতীকের সাহায্য নিয়ে কাজ করতে পারে।
4) স্মৃতিশক্তি ও কল্পনাশক্তির বিকাশ : শব্দভাণ্ডার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবন বিকাশের এই স্তরে স্মৃতিশক্তির বৃদ্ধি ঘটে। এই বয়সের কিশোর-কিশোরীদের কল্পনা-শক্তির ব্যাপক বৃদ্ধি ঘটে এবং দীর্ঘস্থায়ী স্মৃতি বৃদ্ধি পায়।
5) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ ঘটে।
6) বিমূর্ত চিন্তন এর বিকাশ ঘটে।
7) কিশোর-কিশোরীরা স্বাধীনভাবে সমস্যা সমাধান করতে পারে।