“⏹ মানসিক বিকাশ : প্রথম বাল্যকাল
(2 বৎসর থেকে 6 বৎসর)
শিশুর মানসিক বিকাশ দুই বছর থেকে দ্রুত বৃদ্ধি পায় । কারণ এই সময় থেকেই সমাজ পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে নতুন অভিজ্ঞতা অর্জন করে। এই বয়সে মানসিক বিকাশের কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করা হল —
1) প্রাকৃতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে ধারণা গড়ে ওঠে।
2) স্মৃতি খুব দ্রুত বৃদ্ধি পায়। সাধারনত মুখস্থ এর মাধ্যমে শিশুর শেখে।
3) 6 বৎসর পর্যন্ত শিশুর বুদ্ধির খুব দ্রুত বিকাশ ঘটে।
4) এই স্তরের শেষের দিকে বস্তুর আকার, গঠন, রং, সময়-দূরত্ব ইত্যাদি সম্পর্কে ধারণা গড়ে ওঠে।
5) শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে। কল্পনা করার ক্ষমতা প্রকাশ পায়।
6) মূর্ত বিষয়ভিত্তিক চিন্তা ও বিচারকরনের ক্ষমতার বিকাশ ঘটে।
7) মনোযোগের পরিসর যথেষ্ট বৃদ্ধি পায় এবং পরিবেশকে জানার প্রতি কৌতূহল বৃদ্ধি পায়।
8) এই স্তরের বালকেরা ভাষার সংকেত ব্যবহার করতে শেখে। খেলার বস্তু আঁকতে পারে এবং ছোটো ছোটো সমস্যার সমাধান করতে পারে।
9) বালক তার পরিবেশ সম্পর্কে নানা প্রশ্ন করে।