“⏹ মানসিক বিকাশ : উত্তর বাল্যকাল
(6 বৎসর থেকে 11 বৎসর)
এই বয়সের বালক বালিকাদের মানসিক বিকাশের বৈশিষ্ট্য গুলি নিম্নে উল্লেখ করা হল –
1) বালক নিজের ও বহির্বিশ্বের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে সক্ষম হয়।
2) 11 বছরের মধ্যে প্রাকৃতিক নিয়মগুলি সম্পর্কে ধারণা গঠন করতে পারে ।
3) এই বয়সেই তথ্যসংগ্রহ ও চিন্তাভাবনাগুলি আত্মস্থ করার আগ্রহ দেখা দেয় । প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা শুরু হওয়ার ফলে শিখন ও স্মৃতির উৎকর্ষতা বৃদ্ধি পায়।
4) যুক্তিগ্রাহ্য কারণ ব্যাখ্যা করার ক্ষমতা বৃদ্ধি পায়।
5) মূর্ত বিষয়কেন্দ্রিক প্রজ্ঞামূলক প্রক্রিয়াকরণের ক্ষমতার উৎকর্ষতা বৃদ্ধি পায়।
6) বিজ্ঞানভিত্তিক গল্প এবং যান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রচন্ড আগ্রহ সৃষ্টি হয়।
7) 10 থেকে 11 বৎসরের বালক-বালিকাদের সামান্যীকরনের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়।
8) Flavele এর মতে, এই সময়ের বালক-বালিকাদের মন, সমস্যা ভালো করে বোঝার জন্য তৈরি হয়। সমস্যা অনুধাবনে উন্নতি ঘটে ।যুক্তি সহকারে সমস্যা বিশ্লেষণ করতে শেখে। পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়াগুলি নমনীয় এবং উন্নত হয়। সঠিকভাবে সংকেতের ব্যবহার শেখে ।সে বেশ কিছু প্রক্রিয়া বা নিয়মের ব্যবহার করতে সক্ষম হয় যদিও সেগুলি মূর্তবস্তু সম্পর্কিত।