উত্তর :- মানুষের প্রকৃতি হল তার সামাজিক আচরণের ভিত্তি । সামাজিক আচরণের ভিত্তি হল সামাজিক প্রবৃত্তি । আধুনিক শিক্ষা – দার্শনিকদের বক্তব্য হল মানুষের সামাজিক আচরণের ভিত্তি সামাজিক প্রবৃত্তি কিনা তা না বিচার করে এই মনে করা আর যুক্তিপূর্ণ যে , মানুষ সর্বত্র সবসময়ে সামাজিক সম্পর্কের মধ্যেই অবস্থান করে , তা না হলে সদ্যোজাত শিশুর পক্ষে বড়ো হওয়া সম্ভব হত না ।