প্রশ্ন : ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন কীভাবে হয় ?
উত্তর : মূলত অর্থনৈতিক – রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ ব্যবস্থার প্রবর্তন করে ( ২৬ এপ্রিল , ১৮৫৩ খ্রি . ) । প্রথমে মহারাষ্ট্রের বোম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এর ব্যাপ্তি । পরবর্তীকালে ‘ গ্যারান্টি প্রথা’র মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানে রেলপথের বিকাশ ঘটে ।