প্রশ্ন : ভারতে কীভাবে ক্রিকেট খেলার সূচনা হয় ?
উত্তর : ১৭২১ খ্রিস্টাব্দে ইংরেজদের হাত ধরেই ভারতে ক্রিকেট খেলার সূচনা হলেও তা ভারতস্থ ইংরেজ সামরিক বাহিনী ও শ্বেতাঙ্গদের ক্লাব বা জিমখানার মধ্যেই সীমাবদ্ধ ছিল । পরবর্তীকালে
প্রথমত , আঠারো শতকের শেষে ভারতে প্রথম ক্রিকেট ক্লাব রূপে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘ ক্যালকাটা ক্রিকেট ক্লাব ‘ ( ১৭৯২ খ্রিস্টাব্দ ) এবং ১৮৪৮ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে পারসিদের ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব । দ্বিতীয়ত , ভারতে হিন্দু , পারসি , মুসলিম ও খ্রিস্টান দলের মধ্যে সাম্প্রদায়িক ভিত্তিতে ক্রিকেট টুর্নামেন্ট খেলানো হত ।