উত্তর : ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় মৌলিক মূল্যবোধগুলির উল্লেখ আছে যা শিক্ষার মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের মধ্যে গড়ে তুলতে হবে । এই মূল্যবোধগুলি হল—
(1) গণতান্ত্রিক নীতি , যেমন— স্বাধীনতা , ক্ষমতা , ধৈর্য , অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি মর্যাদাদান এবং দলের সঙ্গে কাজ করার ক্ষমতা অর্জন ।
(2) সামাজিক নীতিসমূহ যেমন সকলের জন্য একই সুযোগ এবং সকলের প্রতি মর্যাদাদানে দায়বদ্ধতা , জাতীয় উৎপাদন এবং সম্পদকে সমভাবে বণ্টনকে মর্যাদা দান ।
(3) ধর্মনিরপেক্ষতা যেমন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ , সব ধর্মের প্রতি সহিষুতা , নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান করার স্বাধীনতা এবং ধর্ম যেন কোনো নাগরিকের অধিকারে বাধ্য হয়ে না ওঠে ।