প্রশ্ন 15 : ভারতীয় গণতন্ত্রের দলীয় ব্যবস্থা সম্পর্কে লিখুন । অথবা , রাজনৈতিক দলের বৈশিষ্ট্য , রাজনৈতিক দলের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ লিখুন ।
উত্তর : দলীয় ব্যবস্থা বলতে এখানে সম্ভবত রাজনৈতিক দলের কথাই বলা হয়েছে । গণতন্ত্র হল জনগণের দ্বারা নিয়ন্ত্রিত শাসন । বিপুল সংখ্যার কারণে জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ সম্ভব নয় । সেজন্য জনগণ তাদের প্রতিনিধিদের মাধ্যমেই শাসনকার্যে সাহায্য করে । এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার কেন্দ্র হল রাজনৈতিক দল ।
গিলক্রিস্ট (Gilchrist)-এর মতে , রাজনৈতিক দল হল একই ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ ।
সৎজ (Schultz)-এর মতে , রাজনৈতিক দল হল অনেক ব্যক্তি বা বিশেষ স্বার্থগোষ্ঠীর সুসংহত এবং অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন , যার লক্ষ্য হল নিজের সদস্যদের সরকারি ক্ষমতার অধিকারী হয়ে প্রত্যাশিত লক্ষ্য অনুসরণ এবং তা পূরণ করা ।
রাজনৈতিক দলের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হল—
(1) রাজনৈতিক দলের সদস্যগণ সকলে একই মতাদর্শে বিশ্বাস রাখেন এবং সেই মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করেন ।
(2) জনগণের সামাজিক , অর্থনৈতিক সমস্যাবলি পর্যালোচনা করা হয় এবং নিজ নিজ রাজনৈতিক বিশ্বাসকে ভিত্তি করে জনমত সংগঠনে প্রয়াসী হন ।
(3) প্রয়োজনীয় পরিমাণ জনসমর্থন অর্জন করতে সক্ষম হলে নিজ নিজ দলীয় কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য সরকার গঠনের দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকতে হয় ।
রাজনৈতিক দলের ইতিবাচক এবং নেতিবাচক দিক: প্রতিটি রাজনৈতিক দলের যেমন কতকগুলি ইতিবাচক দিক আছে , তেমনি আছে নেতিবাচক দিক ।
ইতিবাচক দিকসমূহ :
(1) রাজনৈতিক দল জনসাধারণের মধ্যে রাজনৈতিক শিক্ষা এবং চেতনার উন্মেষ ঘটায় ।
(2) রাজনৈতিক দল সরকারের স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে ।
(3) সুশৃঙ্খলভাবে প্রশাসন পরিচালনার পরিবেশ গঠন করে ।
(4) রাজনৈতিক দল ঐক্যমত গঠনে সাহায্য করে ।
(5) জনগণকে সক্রিয় করে তোলে ।
(6) জনগণকে প্রতিবাদ করার সাহস জোগায় ।
(7) জনগণকে যুক্তিবাদী করে তোলে ।
(8) কোনো কাজের জন্য জনগণকে সংগঠিত করে ।
(9) সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে ।
(10) গণতন্ত্রকে রক্ষা করে ।
(11) শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন সম্ভব ।
নেতিবাচক দিকসমূহ :
(1) যে – কোনো উপায়ে ক্ষমতা অর্জনের চেষ্টা করে এবং অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে ।
(2) দলীয় সদস্যদের ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি করে ।
(3) দলীয় স্বার্থকে রক্ষা করার জন্য অন্যায়কে প্রশ্রয় দেয় ।
(4) পারস্পরিক বোঝাপড়ার অভাব ।
(5) ক্ষমতাসীন দল তাদের দলের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করে এবং অন্য দলকে অন্যায় ভাবে বঞ্চিত করে ।