উত্তর :- সাধারণ অর্থে পাঠক্রম বলতে ব্যক্ত বা লিখিত পাঠক্রমকেই বোঝায় । এটি পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত । নির্দিষ্ট উদ্দেশ্যের প্রেক্ষিতে , বিষয়বস্তু ও শিখন অভিজ্ঞতা ও বিন্যাস নির্বাচন করে , বিশেষ কৌশলে তা শিক্ষার্থীদের উপর প্রয়োগ করে মূল্যায়নের মাধ্যমে কী পরিমাণে পূর্বনির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়েছে সে সম্পর্কে তথ্যসংগ্রহ করা হয় । পরবর্তী স্তরে প্রয়োজনমতো সংযোজন , বর্জন এবং সংশোধন করা হয় এবং পুনঃ প্রয়োগ করা হয় একেই ব্যক্ত বা লিখিত পাঠক্রম বলে ।