উত্তর : পেশাগত শিক্ষা বলতে কমিশন পেশাগত উদ্যমের সঙ্গে দায়িত্বপূর্ণ ও যথাযোগ্য কাজে অংশগ্রহণের প্রস্তুতিকেই বুঝিয়েছেন । যেসব কাজের জন্য উন্নত ধরনের দক্ষতা ও শৃঙ্খলাযুক্ত অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় সেইসব কাজে অংশগ্রহণের প্রস্তুতিকে পেশাগত শিক্ষা বলে । যেসব কাজে অপেক্ষাকৃত কম প্রস্তুতির প্রয়োজন তাকে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা বলে ।