বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা

 বৈজ্ঞানিক  নাগরিক  গুরুত্বপূর্ন আবিষ্কার (সাল) 
 • আর্কিমিডিস  সিরাকুস, ইতালি প্লবতার সূত্র, অভিকর্ষের ভরকেন্দ্র, জল তোলার আর্কিমিডিস স্কু, হিট রে, হাইড্রোস্ট্যাটিকস্, পুলি ও লিভারের কার্যনীতির তত্ত্ব যার মাধ্যমে ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে স্থানান্তর করা যায়।

 • সাই লুন জিনজহং

 চিন কাগজ (105 খ্রি.)।

 • জোহানেস গুটেনবার্গ

 জার্মানি মুদ্রণযন্ত্র (1450 খ্রি.), মুদ্রণের কালি। 1455 সালে ল্যাটিন ভাষায় তিনি প্রথম ‘বাইবেল’ ছাপেন। মনে করা হয় এটিই বিশ্বের প্রথম ছাপা বই।
 • ক্রিস্টোফার কলম্বাস  জেনোয়া, ইতালি আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থান (1492 খ্রি.)। প্রথম সান সালভাদোর দ্বীপ আবিষ্কার করেন।
 • ভাস্কো-দা-গামা  পর্তুগাল জলপথে ইউরোপ থেকে ‘সান গ্যাব্রিয়েল’ নামক জাহাজে করে (আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূল উত্তমাশা অন্তরীপ দিয়ে) ভারতে আসার জলপথ আবিষ্কার করেন (1498 খ্রি.)।
 • নিকোলাস কোপার্নিকাস  প্রাশিয়া, পোল্যান্ড সৌরজগৎ (1543 খ্রি.) বা কোপারনিকান হেলিওসেন্ট্রিজিম, গ্রেসাম’সল।

তাঁর মতবাদ: সৌরজগতের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে। পৃথিবীর তার নিজের কক্ষপথে প্রতিদিন একবার করে ঘুরছে এবং সূর্যের চারপাশে বছরে একবার ঘুরছে। 1507-’15 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই মতবাদগুলো ব্যক্ত করেন।

 • ফার্দিনান্দ ম্যাজেলান  পর্তুগাল স্পেন থেকে পশ্চিমদিকে যাত্রা শুরু করে (1519-1522) প্রথম ইউরোপীয় বণিক হিসেবে প্রথম প্রশান্ত মহাসাগর অতিক্রম করেন। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগকারী জলপথ আবিষ্কার করেন। সেই জলপথ তাঁর নামেই ‘ম্যাগেলান প্রণালী’ রাখা হয়। এই যাত্রাপথে তিনিই প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করেন। যদিও এই প্রদক্ষিণকালে তিনি পথমধ্যে প্রয়াত হন। এই ভ্রমণের মাধ্যমে মানুষের ধারণা জন্মে যে পৃথিবী গোল, সমতল নয়। তিনি মশলার দ্বীপ নামে খ্যাত মোলাক্কাস দ্বীপ আবিষ্কার করেন।
 • গ্যালিলিও গ্যালিলি  পিসা, ইতালি

দূরবীন (1609 খ্রি.), বৃহস্পতির চারটি উপগ্রহ (1610 খ্রি.) মৃত্যু: 08.01.1642 খ্রি. চাঁদের গর্ত (1610 খ্রি.), ছায়াপথ, সৌরকলঙ্ক, শনির বলয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে (1632 খ্রি.), জাড্যের সূত্র (1638) পৃথিবী গোল, সৌরজগৎ, মিল্কিওয়ে।

পৃথিবী গোল এই মতবাদের জন্য ক্যাথলিক গীর্জার আদেশে তাঁকে জেলে যেতে হয়। হেলিওসেন্ট্রিজিম (পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে) প্রচার করার জন্য তাঁকে গৃহবন্দী করে হত্যা করা হয়।

 • জোহানেস কেপলার  জার্মানি সূর্যের চারপাশে গ্রহের গতিবিষয়ক সূত্র (১৬০৯-১৬১৯ খ্রি.)। সূর্যের চারপাশে গোলাকারভাব গ্রহগুলো ঘুরছে- কোপারনিকাসের এই তথ্য ভুল প্রমাণ করে কেপলার বলেন যে উপবৃত্তাকার পথে সমস্ত গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে।
• উইলিয়াম হার্ভে  ব্রিস্টল, ইংল্যান্ড হৃদপিন্ডের মধ্য দিয়ে রক্ত চলাচল করে (1628 খ্রি.)।
• ইভান গেলিস্তা টরিসেলি  ইতালি বায়ুমন্ডলের চাপ পরিমাপক যন্ত্র ‘ব্যারোমিটার’ (1643 খ্রি.)।
• অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক  হল্যান্ড এককোষী প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, উন্নত অণুবীক্ষণ যন্ত্র (1671 খ্রি.)।
• স্যার আইজাক নিউটন  ইংল্যান্ড মাধ্যাকর্ষণ শক্তি (1665 খ্রি.), তিনটি গতিসূত্র, আলোকের সূত্র, আলোকের বর্ণালীর সূত্র (1706 খ্রি.), শব্দের সূত্র, বাইনোমিয়াল থিয়োরাম।
• টমাস নিউকোমেন  ইংল্যান্ড প্রথম বাষ্পচালিত ইঞ্জিন (1712 খ্রি.)।
• ড্যানিয়েল গ্যাব্রিয়েল  জার্মানি অ্যালকোহল থার্মোমিটার, মার্কারি থার্মোমিটার (1714 খ্রি.), ফারেনহাইট থার্মোমিটার (1724 খ্রি.)।
• অ্যান্ডার সেলসিয়াস  উপসলা, সুইডেন  সেলসিয়াস থার্মোমিটার (1742 খ্রি.)।
• হেনরি ক্যাভেনডিস

 নিস, ফ্রান্স

পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্ব নেন ইংল্যান্ডে প্রয়াত হন।

হাইড্রোজেন গ্যাস (1766খ্রি.), জল, পৃথিবীর ঘনত্ব।
• যোশেফ প্রিস্টলে  ব্রিস্টল, ইংল্যান্ড অক্সিজেন গ্যাস (1774 খ্রি.), নাইট্রাস অক্সাইড (1772 খ্রি.)।
• জেমস্ ওয়াট  গ্রিনক, স্কটল্যান্ড উন্নত ধরনের বাষ্পচালিত ইঞ্জিন (1781 খ্রি.)।
• মার্টিন হেনরিখ ক্ল্যাপরথ  জার্মানি তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম (1789 খ্রি.)।
• এডওয়ার্ড জেনার  ইংল্যান্ড

গুটি বসন্তরোগের টিকা (1796 খ্রি.)।

মানব সভ্যতার ইতিহাসে প্রথম টিকার ট্রায়াল হয় জেমস ফিপস নামে একটি ছেলের ওপর।

• যোশেফ নাইসফোর  ফ্রান্স ফটোগ্রাফি (1827 খ্রি.)।
• স্যার হামফ্রে ডেভি  ইংল্যান্ড পটাশিয়াম ও সোডিয়াম, (1807 খ্রি.), বোরোন, বেরিয়াম, ক্লোরিন, আয়োডিন, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম (1808 খ্রি.) মৌল, নাইট্রাস অক্সাইড-এর লাফিং গ্যাস ধর্ম (1799 খ্রি.), ডেভির নিরাপদ বাতি (1815 খ্রি.)।

স্বীকৃতি: কোপলে মেডেল (1895 খ্রি.), রামফোর্ড মেডেল (1816 খ্রি.), রয়‍্যাল মেডেল (1827 খ্রি.)।

• রেনে হায়াসিস্থ লিনেক  প্যারিস, ফ্রান্স স্টেথোস্কোপ (1816 খ্রি.)
• জন ওয়াকার  ইংল্যান্ড দেশলাই (1826 খ্রি.)।
• জর্জ স্টিভেনসন নিউক্যাসল, ইংল্যান্ড উন্নত বাষ্পচালিত ইঞ্জিন, লোকোমোটিভ (1830 খ্রি.)।
• স্যামুয়েল ফিনলে ব্রিস মোর্স আমেরিকা টেলিগ্রাফ লাইন (1844 খ্রি.), মোর্স কোড।
• মাইকেল ফ্যারাডে ইংল্যান্ড ডায়নামো (1820 খ্রি.)।
• চার্লস ব্যাবেজ ইংল্যান্ড আধুনিক কম্পিউটার (1820 খ্রি.)।
• স্যার জেমস ইয়ং সিমসন স্কটল্যান্ড ক্লোরোফর্ম (1847 খ্রি.)
• রিচার্ড মার্চ হো আমেরিকা  রোটারি প্রিন্টিং প্রেস (1843 খ্রি.)।
• চার্লস ডারউইন ইংল্যান্ড বিবর্তনবাদের সূত্র (1859 খ্রি.), প্রাকৃতিক নির্বাচনবাদ।
• লুই পাস্তুর ডোল, ফ্রান্স জলাতঙ্কের ঔষধ, র‍্যাবিস টিকা (1885 খ্রি.)।
জলাতঙ্কের জন্য প্রথম র‍্যাবিস টিকা দেওয়া হয়েছিল যোশেফ মেইস্টার নামে নয় বছরের একটি ছেলেকে।
• উইলিয়াম থমসন কেলভিন স্কটল্যান্ড  কেলভিন থার্মোমিটার (1848 খ্রি.)।
• পিয়েরি জুলস্ সিজার জানসেন ফ্রান্স হিলিয়াম গ্যাস (1868 খ্রি.)।

• আলফ্রেড বার্নাড নোবেল 

ইতালিতে প্রয়াত হন।

সুইডেন

ডিনামাইট (1867 খ্রি.)।

স্বীকৃতি: তাঁর নামেই পরবর্তীতে নোবেল পুরস্কার চালু হয়। তাঁর উপার্জিত অর্থই প্রতি বছর নোবেল পুরস্কার প্রাপকদের মধ্যে বিতরণ করা হয়।

• দিমিট্রি মেন্ডেলিফ সাইবেরিয়া, রাশিয়া

পর্যায় সূত্র (1869 খ্রি.)।

স্বীকৃতি: ডেভি মেডাল (1882 খ্রি.)।

• লিওনার্দো দ্য ভিঞ্চির আবিষ্কার ঃ  ইতালির মিলান শহরের 

লিওনার্দো দ্য ভিঞ্চি একদিকে যেমন ছিলেন বৈজ্ঞানিক তেমনি অপরদিকে ছিলেন একজন ভাস্কর, চিত্রকর ও বাস্তুকার। তিনি বিভিন্ন আবিষ্কারের পন্থার পথিকৃত, সেগুলো দেওয়া হল-

• এয়ার কন্ডিশনার

• অ্যালার্ম ক্লক

• বল বেয়ারিং

• জৈব এবং রাসায়নিক যুদ্ধের ধারণা

• মিনিট এবং ঘন্টার কাঁটাযুক্ত ঘড়ি

• ক্রেন

• ডাইভিং স্যুট ও ডাইভিং বেল্ট

• দ্বি-পালযুক্ত নৌকা

• ড্রেজিং মেশিন

• ফ্লাইং মেশিন

• চশমা

• ট্যাঙ্কের ন্যায় যুদ্ধযান

• স্টিম ইঞ্জিনের ধারণা

• টেলিস্কোপের ধারণা

• জল ঘড়ি 

• গ্যাস মুখোশ

• গিয়ার

• হেলিকপ্টার-এর ধারণা

• লাইফ বোট

• ম্যাগনেটিক কম্পাস

• যান্ত্রিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট

• মাইলোমিটার

• একজন মানুষবিশিষ্ট যুদ্ধজাহাজ

• প্যারাসুট

• পেডোমিটার (হাঁটাপথের দূরত্ব নির্ণয়ের জন্য)

• ঘূর্ণায়মান মঞ্চ

• স্ক্রু তৈরির মেশিন

• ওয়াটার টারবাইন

• কন্টাক্ট লেন্স

• শ্র্যাপনেল বোম

• এছাড়া তিনি মোনালিসা, লাস্ট সাপার-সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ছবিও এঁকেছিলেন।

Related posts:

পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...
তোমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page