উত্তর » বিভিন্ন প্রাণীর দেহে তাপের তারতম্যের কারণগুলি হল— (1) প্রাণীর শারীরিক গঠন বিভিন্ন হওয়ায় দেহের অভ্যন্তরে উৎপন্ন তাপশক্তির পরিমাণ আলাদা হয় । (2) প্রাণীর শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের পদ্ধতিগত পার্থক্য থাকায় তাপের তারতম্য ঘটে । (3) বাইরের পরিবেশের সঙ্গে বিভিন্ন প্রাণীর তাপ আদানপ্রদানের পরিমাণ বিভিন্ন
হয় ।