উত্তর:- শিক্ষাবিদ ক্যাটার গুড ( Cater Good ) বিদ্যালয়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন , বিদ্যালয় হল নির্দিষ্ট স্তরের একদল সংগঠিত ছাত্রসমবায় , যারা নির্দিষ্ট একটি বা একগুচ্ছ গৃহে | নির্বাচিত কয়েকটি বিষয় অধ্যয়ন করে এবং এক বা একাধিক শিক্ষক , অধ্যক্ষ , তত্ত্বাবধায়ক অন্যান্য শিক্ষাকর্মীদের দ্বারা নির্দেশনা গ্রহণ করে থাকে ।