“⭐️ বংশগতি ( Heredity ) :
জন্মগত সূত্রে আমরা যা পাই তাকেই বংশগতি বলে ।
⭐️ বংশগতি দু – রকমের : জৈবিক বংশগতি ও সামাজিক বংশগতি |
🔶 জৈবিক বংশগতি ( Biological Heredity ) যা আমরা ক্রোমােজোম সূত্রে পূর্বপুরুষদের নিকট থেকে পাই |
🔶 সামাজিক বংশগতি ( Social Heredity ) যা আমরা সামাজিক রীতিনীতি , প্রথা , দক্ষতা হিসাবে পূর্বপুরুষদের নিকট থেকে পাই ।
⭐️ বংশগতির নীতি ( Laws of Heredity ) : বংশগতির দুটি গুরুত্বপূর্ণ নীতি দেখা যায়_সাদৃশ্যের নীতি ও বৈচিত্র্যের নীতি ।
🔷 সাদৃশ্যের নীতি ( Like be gets Like ) অমিরা সকলেই জানি মানুষের শিশু মানুষ হয় , বিড়ালের বাচ্চা বিড়াল হয় । এককথায় বলা যায় সমজাতীয় প্রাণী সমজাতীয় প্রাণীরই জন্ম দেয় ।
🔷 বৈচিত্র্যের নীতি ( Variability of inlieritence ) কোনাে বিশেষ প্রাণী সেই প্রাণীরই জন্ম দেয় তবে তাদের মধ্যে বৈচিত্র্যও দেখা যায় । অনেক সময় আমরা দেখি শিশুরা তাদের পিতামাতার মতাে হয় না ।
🔷 যেখানে উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান স্বল্প বুদ্ধিসম্পন্ন হয় , সুন্দর পিতামাতার সন্তান কুৎসিতও হয় । একেই বলে বৈচিত্র্যের নীতি ।
“