“⏹ প্রাক্ষোভিক বিকাশ : প্রথম বাল্যকাল
(2 বৎসর থেকে 6 বৎসর)
1) খুব ঘনঘন প্রক্ষোভ দেখা যায়। প্রথম সাময়িক অর্থাৎ প্রক্ষোভের খুব দ্রুত পরিবর্তন ঘটে। একটি ক্রন্দনরত শিশুকে চকলেট দিলে সঙ্গে সঙ্গেই তার মুখে হাসি দেখা যায়।
2) সাধারণত মূর্ত বস্তুকে কেন্দ্র করেই প্রক্ষোভ গড়ে ওঠে।
3) এই বয়সে উদ্দীপকের মাত্রা অনুযায়ী প্রক্ষোভ এর মাত্রা স্থির হয় না। সর্বদাই প্রক্ষোভ চড়া মাত্রায় থাকে।
4) এই বয়সের শিশুর প্রক্ষোভ নিয়ন্ত্রন করতে পারে না। অনেক সময় অন্যভাবে প্রক্ষোভ প্রকাশ হয়। যেমন ক্রন্দন, নখ খোঁটা, আঙুল চোষা এবং তোতলামি।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “