“⏹ প্রাক্ষোভিক বিকাশ : উত্তর বাল্যকাল
(6 বৎসর থেকে 11 বৎসর)
এই সময়ে প্রাক্ষোভিক জীবন খুবই গুরুত্বপূর্ণ ।বাল্যকালের প্রাক্ষোভিক বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ —
1) প্রথম বাল্যকালের প্রক্ষোভের ব্যাপক পরিবর্তন দেখা যায়। এই বয়সের শেষ ভাগে বালকেরা সামাজিক পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
2) আবেগ প্রকাশ পূর্বের মতো সামগ্রিক হয়না ।আবেগগুলি নির্দিষ্ট রূপ পায়।
3) আবেগের প্রকাশে বস্তুর উপস্থিতি অপরিহার্য নয়।
4) শৈশব কালের বস্তুভীতি, উচ্চস্থানভীতি এবং শব্দভীতি দূর হয় । অধিভৌতিক ভয়, কাল্পনিক জীবের প্রতি ভয় এবং পড়ে যাওয়ার ভয় থাকে না।
5) বয়স্কদের অবহেলা, সমবয়সীদের পরিহাস, কাজে বাধা, অন্য বালকদের সঙ্গে স্বার্থবিঘ্নকারী তুলনা, টিজিং এই বয়সে বালকদের ক্রোধের কারণ হয়।
6) পিতা-মাতার পক্ষপাত ঈর্ষা উদ্রেক করে।
7) বালিকাদের ক্ষেত্রে ঈর্ষা বেশি দেখা যায়, কারণ শ্রেণিকক্ষে তাদের উপর পক্ষপাতমূলক আচরণ করা হয়।
( যে প্রশ্নগুলোর উত্তর এখানে পাচ্ছো না,
তার জন্য পরের পার্টগুলো পড়ে নাও, তারপর আবার উত্তরগুলি করার চেষ্টা করো। ) “