প্রশ্ন : কাকে এবং কেন ভারতীয় ফুটবলের জনক বলা হয় ?
উত্তর : নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে ভারতীয় ফুটবলের জনক বলা হয় , কারণ—
প্রথমত , তিনি কিশোর বয়সেই ফুটবলার রূপে এবং পরবর্তীকালে ‘ বয়েজ ক্লাব , ’ ‘ ফ্রেন্ডস ক্লাব ’ , ‘ ওয়েলিংটন ক্লাব ’ প্রভৃতির সংগঠকরূপে বাংলার ফুটবল খেলার ক্ষেত্রে এক নবজাগরণ আনেন ।
দ্বিতীয়ত , দেশবাসীকে ফুটবল খেলার মাধ্যমে শারীরিকভাবে শক্তপোক্ত করে তুলে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে চেয়েছিলেন ।
তৃতীয়ত , তাঁর দৃষ্টান্ত অনুসরণ করেই দুখীরাম মজুমদার , মন্মথ গাঙ্গুলি , কালীচরণ মিত্তির ও হরিদাস শীল প্রমুখ ফুটবল খেলাকে জনপ্রিয় চেষ্টা করেন ।