উত্তর : প্রতিবেশী বিদ্যালয় ব্যবস্থা বলতে কোঠারি কমিশন (1964) বোঝাতে চেয়েছেন , প্রতিটি বিদ্যালয়ে সেই অঞ্চলের সকলের অর্থাৎ জাতি , ধর্ম , সম্প্রদায় , আর্থসামাজিক ব্যবস্থা নির্বিশেষে পড়ার অধিকার থাকবে । কমিশন কুড়ি বছরের মধ্যে প্রতিবেশী বিদ্যালয় ব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করার সুপারিশ করেছ ।