প্রশ্ন: পোশাক – পরিচ্ছদের সঙ্গে স্বাস্থ্যবিধির ধারণাটি কী ?
উত্তর : আঠারো ও উনিশ শতকে ইউরোপের কয়েকটি দেশে প্রচুর কাপড় দিয়ে মেয়েদের পোশাক তৈরি হলেও অত্যন্ত আঁটোসাঁটো সেই পোশাক স্বাচ্ছন্দ্যের বদলে অস্বস্তিই তৈরি করত । এইসব পোশাক মেয়েদের অসুস্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় । তাই শরীরের পক্ষে আরামদায়ক এবং হাঁটাচলার সুবিধার্থে পোশাক – পরিচ্ছদ রীতিতেও পরিবর্তন আসে ।