প্রশ্ন : পোশাক-পরিচ্ছদের ইতিহাস কী ?
উত্তর : পোশাক – পরিচ্ছদের উদ্ভব ও তার বিবর্তনকে চিহ্নিত করা এবং পোশাক কীভাবে কর্তৃত্ব ও আভিজাত্যের মাপকাঠি হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করাই হল পোশাক – পরিচ্ছদের ইতিহাস । এই ইতিহাসের দিকগুলি হল—
প্রথমত , ভৌগোলিক অবস্থান , সাংস্কৃতিক অভিরুচি , সামাজিক রীতি কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পোশাক – পরিচ্ছদের ক্ষেত্রকে প্রভাবিত তা চিহ্নিত করা এই ইতিহাসের বৈশিষ্ট্য ।
দ্বিতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন- ম্যাথেউস সোয়ার্জ , কার্ল কোহলার , এম্মা টারলো , এল টেলর , পিটার ম্যাকনিল , রবার্ট রস , মলয় রায় ।