উত্তর :- শিক্ষাকার্যক্রমে কাকে শিক্ষা দেওয়া হবে , কে শিক্ষা দেবেন , এর পরের প্রশ্ন হল কী শিক্ষা দেওয়া হবে । এই প্রশ্নের উত্তরটি শিক্ষার যে উপাদানটি দেয় তাকেই বলা হয় পাঠক্রম । প্রাচীনকালে অর্থাৎ শিক্ষা যখন সংকীর্ণ অর্থে ব্যবহৃত হত তখন শিক্ষক – নির্দেশিত শিক্ষার্থীর করণীয় কাজকেই পাঠক্রম বলা হত । শিক্ষক যা বলতেন শিক্ষার্থী তাই করত । শিক্ষক মনে করতেন কিছু কিছু জ্ঞান শিক্ষার্থীদের জীবনে খুবই প্রয়োজন । সেই জ্ঞানের সমষ্টিকেই পাঠক্রম বলা হত । উক্ত জ্ঞান অর্জনে শিক্ষার্থীর সামর্থ্য এবং আগ্রহ আছে কি না তা বিচার করা হত না । এই জ্ঞান পরিবর্তনশীল কি না তাও বিচার করা হত না । পাঠক্রম তখন খুবই সংকীর্ণ অর্থে ব্যবহৃত হত । তবে পাঠক্রমের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো প্রশ্ন ছিল অর্থাৎ পাঠক্রম যে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান সে সম্পর্কে কোনো সংশয় ছিল না।