প্রশ্ন : পরিবেশের ইতিহাস কী ?
উত্তর : পরিবেশের অর্থাৎ , প্রকৃতি জগতের সঙ্গে মানবসমাজের ক্রিয়া – প্রতিক্রিয়ার ইতিহাসই হল পরিবেশের ইতিহাস । এই ইতিহাসের বিভিন্ন দিকগুলি হল—
প্রথমত , সুপ্রাচীন কালে মানুষের আবির্ভাব হয় । পশুশিকারি জীবন থেকে আধুনিক মানবসভ্যতার উত্তরণের পিছনে পরিবেশের ভূমিকা ও অবদানকে চিহ্নিত করাই এই ইতিহাসের মূল বৈশিষ্ট্য ।
দ্বিতীয়ত , ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সংক্রান্ত আলোচনা থেকেই পরিবেশের ইতিহাসচর্চা শুরু হয়েছে ; এই ইতিহাসের সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — র্যাচেল কারসন , ডেভিড আরনল্ড , রামচন্দ্র গুহ , মাধব গ্যাডগিল , রিচার্ড প্রোভ , স্যামুয়েল পি হাইজ , অ্যান্ড্রু সি ইসেনবার্গ , আলফ্রেড ডব্লিউ ক্রুস ।