উত্তর :- পরিবারের সাধারণ কার্যাবলি হল –
1) দৈহিক নিরাপত্তাদান : পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ হল তার সদস্যদের দৈহি নিরাপত্তা দেওয়া । শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার পর কোনো না কোনো আশ্রয় পায় । পরিবারের বাইরে শিশু অসহায় , দুর্বল ও অক্ষম । পরিবার হল শিশুর অস্তিত্ব রক্ষার নিরাপদ আশ্রয় । সমাজবিজ্ঞানীদের মতে , শিশুর নিরাপত্তার জন্যই পরিবার সৃষ্টি হয়েছে ।
2) জৈবিক চাহিদা নিবারণ :- পরিবারের আর – একটি গুরুত্বপূর্ণ কাজ হল তার সদস্যদের বিভিন্ন জৈবিক চাহিদা পূরণ করা । সদস্যদের সুষম ও পুষ্টিকর খাদ্যের জোগান , বিশ্রাম ও সক্রিয়তার চাহিদাপুরণ এবং যুবক – যুবতিদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে পরিবারের গুরুত্ব অপরিসীম ।