“ক ) পরিবার :
🔷 স্মরণাতীত কাল থেকে পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ শিশুর সামাজিকীকরণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংস্থা ।
🔷 পূর্বেই উল্লেখ করা হয়েছে যে , অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিকীকরণ হয় । শিশুর জন্মের প্রথম দু – বৎসর পরিবারের সদস্যদের সঙ্গে তার মিথস্ক্রিয়া ঘটে ।
🔷 পরিবারের মধ্যেই শিশুর আচার – আচরণ ঘটে । বয়স্কদের আচার – আচরণ সে অনুকরণ করে , পরিবারের মধ্যেই তার আবেগের বহিঃপ্রকাশ , কোনটা করতে হবে এবং কোনটা করা অনুচিত তা পিতামাতা বলেন ।
💠 অর্থাৎ সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে । তাছাড়া ব্যক্তি শৈশবে পিতামাতার উপর ভীষণভাবে
নির্ভরশীল । পিতা – মাতা যা বলে শিশু তা করতে চায় । এইভাবে শৈশবকালে ব্যক্তির সামাজিকীকরণে পরিবারই প্রধান ভূমিকা গ্রহণ করে ।”