উত্তর : শিশুর শারীরিক বৃদ্ধিকেই পরিণমন বলে । পরিণমন হল প্রাণীর মধ্যে সেইসব গুণগত আচরণের পরিবর্তন যার জন্য শিখনের প্রয়োজন হয় না । যেমন— বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর পাকস্থলী বৃদ্ধি পায় এবং অনেক বেশি খাদ্য হজম করতে পারে । Baldwin বলেন , “ Maturation is an increase of competency and adaptibility ” অর্থাৎ উৎকর্ষতা এবং অভিযোজন ক্ষমতার বৃদ্ধিকেই পরিণমন বলে । মনোবিদ Kolesnick- এর মতে , জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত এবং পরিমাণপত পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন ।