উত্তর :- নেতৃত্ব কাকে বলে তা নিয়ে একাধিক সংজ্ঞা আছে । George Terry- র মতে স্ব – ইচ্ছায় দলগত লক্ষ্য অর্জনে ব্যক্তি সকলকে প্রভাবিত করার প্রক্রিয়া । অন্যদিকে Harrold Koontz এবং Cyril O ‘ Donnele- এর মতে , নেতৃত্ব হল ব্যক্তিদের উপর প্রভাববিস্তারকারী একটি কুশলী কার্যপ্রক্রিয়া যা তাদের স্ব – ইচ্ছায় এবং উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানের লক্ষ্যপূরণে সচেষ্ট করে ।