উত্তর :- সাধারণভাবে নির্মাণভিত্তিক শিখনের চারটি বৈশিষ্ট্য লক্ষ করা যায় । এইগুলি হল—
• শিক্ষার্থীরা বোঝার জন্য নির্মাণ করে ।
• নতুন শিখন নির্ভর করে শিক্ষার্থীর বর্তমান বোধগম্যতার উপর ।
• সামগ্রিক মিথস্ক্রিয়া শিখনকে সহযোগিতা করে।
• প্রমাণসিদ্ধ শিখনের কাজ অর্থপূর্ণ শিখন ঘটায় প্রমাণসিদ্ধ শিখনের কাজ বলতে বোঝায় সেই ধরনের শ্রেণিকক্ষের কার্যাবলি যার জন্য প্রয়োজন হয় এমন বোধগম্যতা ও দক্ষতা যা প্রকৃত ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োজন হয় ।