প্রশ্ন : নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝায় ? অথবা সাবল্টার্ন স্টাডিজ কী ?
উত্তর : ১৯৮২ খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস রচনা পদ্ধতির কথা তুলে ধরেন যা সাবল্টার্ন স্টাডিজ নামে পরিচিত এই ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি হল—
প্রথমত , প্রচলিত ইতিহাসচর্চায় সমাজের উচ্চবর্গের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হত ; কিন্তু এই ইতিহাসচর্চায় নিম্নবর্গ অর্থাৎ কৃষক , শ্রমিক , শহুরে জনতা , আদিবাসী এবং সমাজের নিম্নস্তরের মানুষ ও মহিলাদের উদ্যোগে বিভিন্ন স্বয়ংক্রিয় আন্দোলনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
দ্বিতীয়ত , নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্ঞান পাণ্ডে , স্টিফেন হেনিংহাম , দীপেশ চক্রবর্তী , গৌতম ভদ্র , শাহিদ আমিন প্রমুখ ।