উত্তর :-মানব প্রকৃতির অর্থকে দুটি দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে — অধিবিদ্যা বা Metaphysical এবং বিজ্ঞানভিত্তিক বা Scientific অধিবিদ্যা বা Metaphysical দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ দুটি উপাদানে সৃষ্ট – দেহ ও মন অস্থিমজ্জা এবং আত্মা — একেই আমরা দ্বৈতবাদ বলি প্রশ্ন 11 : স্কুল – এর অর্থ কী ? উত্তর : বিদ্যালয় যার ইংরেজি প্রতিশব্দ হল School ( লাতিন ভাষা থেকে এসেছে ) , এর অর্থ হল — অবসর সময়ে তাত্ত্বিজ্ঞানের আলোচনা ( A Scholar by discussion।
অধিবিদ্যা বা metaphysical দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ দুইটি উপাদান সৃষ্টি – দেহ ও মন বা অস্থিমজ্জা এবংআত্মা — একেই আমরা দ্বৈতবাদ বলি ।