উত্তর : সাম্প্রতিককালে দূরশিক্ষার চাহিদা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে যার ফলে আশাতীতভাবে দূরশিক্ষার প্রসার ঘটেছে । বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে দূরশিক্ষার সাফল্য অনেকাংশে নির্ভর করে । উপর অনেকাংশে নির্ভরশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকার উপর অর্থাৎ দূরশিক্ষা বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর অনেকাংশে নির্ভরশীল । দূরশিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কৌশল , যেমন — টেলিকনফারেন্সিং , ভিডিয়ো ক্যাসেট , ইন্টারনেট প্রভৃতি ব্যবহার করা হয় ।