( 4 ) থার্স্টোনের প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব বা দলগত তত্ত্ব ( Thurstone’s theory of primary mental abilities or group factor theory ) :
🔷 মার্কিন মনােবিদ থার্স্টোন বুদ্ধি একটি , দুটি বা বহু শক্তির সমন্বয়ে গঠিত — তা স্বীকার করেননি । তিনি 60 টি পৃথক অভীক্ষার ফলকে উপাদান বিশ্লেষণের সাহায্যে প্রমাণ করেছেন যে , বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ 7 টি মৌলিক শক্তি বর্তমান ।
এগুলি হল—
( i ) সংখ্যা ব্যবহার করার ক্ষমতা ( Numerical ability বা সংক্ষেপে ‘ N ‘ ) সংখ্যা নিয়ে দ্রুত এবং সঠিক কাজ করার ক্ষমতা ।
( ii ) বাচনিক ক্ষমতা ( Verbal ability বা সংক্ষেপে ‘ V ‘ ) বা ভাষা ব্যবহার করার ক্ষমতা
( iii ) স্থানিক ক্ষমতা ( Spatial ability or ‘ S ‘ ) বা স্থানগত সম্পর্কের ক্ষমতা ।
( iv ) স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা ( Memory ability ‘ M ‘ ) ।
( v ) অবরােহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা ( Inductive Reasoning ) ।
( vi ) আবরােহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা ( Deductive Reasoning ) ।
( vii ) প্রত্যক্ষণ করার ক্ষমতা ( Perceptual ability or ‘ p ‘ ) দুত এবং সঠিকভাবে প্রত্যক্ষণ ।
( viii ) দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা ( Word fluency ‘ W ‘ ) দ্রুততার সঙ্গে সঠিক শব্দ ব্যবহারের ক্ষমতা ।
( ix ) সমস্যাসমাধান ক্ষমতা ( Problem solving ability ) ।
💠 থার্স্টোনের মতে , যে – কোনাে মানসিক কাজে উক্ত 7 টি মৌলিক ক্ষমতার মধ্যে কয়েকটির প্রয়ােজন হয় । আবার অন্য একটি কাজে অন্য কয়েকটির প্রয়ােজন হয় । দুটি কাজের মধ্যে সম্পর্ক নির্ভর করে কতগুলি ক্ষমতা উভয় কাজের ক্ষেত্রে বর্তমান তার ওপর । থার্স্টোনের PMA ( Primary Mental Abilities বা Group Factor Theory ) তত্ত্বটির চিত্রাকারে রূপ দেওয়া যায় ।
💠 চিত্রে দেখা যাচ্ছে A , B , C তিনটি কাজে বিভিন্ন মৌলিক শক্তির প্রয়ােজন হয়েছে । যেখানে A ও B র মধ্যে একটি শক্তি ( S ) সাধারণ । A ও C র মধ্যে 2 টি শক্তি সাধারণ ( V , W ) । B ও C র মধ্যে কোনাে সাধারণ শক্তি নেই ।
💠 A ও C র মধ্যে সাধারণ শক্তি বেশি থাকার জন্য ( 2 টি ) এদের মধ্যে সহগাঙ্ক সবচেয়ে বেশি হবে । A ও B র মধ্যে সাধারণ শক্তির সংখ্যা অপেক্ষাকৃত কম থাকার জন্য ( মাত্র 1 টি ) । সহগাঙ্ক অপেক্ষাকৃত কম হবে । B ও C র মধ্যে কোনাে শক্তিই সাধারণ না থাকার জন্য সহগাঙ্কের পরিমাণ শূন্য হওয়ার কথা । তবে অন্যান্য কারণে যেমন A র সঙ্গে উভয়ের সম্পর্ক থাকায় খুব কম হলেও সম্পর্ক থাকতে পারে ।
💠 বুদ্ধি অভীক্ষা প্রস্তুতের ক্ষেত্রে Thurstone- এর প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব বহু ব্যবহৃত হলেও অনেকেই বুদ্ধি কতকগুলি মানসিক শক্তি সমন্বয়ে গঠিত — এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন ।