উত্তর : ভারতবর্ষে উপজাতি নির্ণয় করার ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে—
(i) উপজাতি বলতে আঞ্চলিক মানবগোষ্ঠীকে বোঝায় ।
(ii) এইসব মানবগোষ্ঠীর বেশির ভাগ অংশ বৃহত্তর সভ্যসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বনেজঙ্গলে বসবাস করে ।
(iii) এরা ভারতীয় কৃষ্টি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ।
(iv) এরা অর্থনৈতিক , শিক্ষাগত ও কৃষ্টিগত দিক থেকে সাধারণ ভারতীয় মানের তুলনায় অনেক পিছিয়ে ।